বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি সোমবার একদিনেই হারিয়েছেন প্রায় ৪ কোটি ৯০ লাখ পাউন্ড। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর একদিনে এটাই তার সর্বোচ্চ লোকসান। এদিন ইনফোসিস লিমিটেডের শেয়াদের দর পতনের ফলে অক্ষতা ওই পরিমাণ অর্থ হারান। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস। ইনফোসিস কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা অক্ষতা মূর্তির পিতা নারায়ণ মূর্তি। একে বলা হয় ভারতীয় সফওয়্যারের জায়ান্ট কোম্পানি। এতে অক্ষতার আছে শতকরা ০.৯৪ ভাগ শেয়ার। কোম্পানিটি সোমবার ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিষয়ে নেতিবাচক নির্দেশিকা দেয়। এর ফলে এদিন ব্রোকাররা নিম্নমুখী অবস্থান নেন। এর শেয়ারের দাম শতকরা ৯.৪ ভাগ নিয়ে এদিন কোম্পানিটির শেয়ার কেনাবেচা বন্ধ করে দেয়া হয়। ২০২০ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ দরপতন। যদিও এই লোকসান সুনাক পরিবারের সম্পদের ভগ্নাংশমাত্র। তবু অক্ষতা মূর্তি এখনও কমপক্ষে ৪৫ কোটি পাউন্ডের মালিক। অক্ষতা মূর্তির সম্পদ এবং এর বাইরে থেকে তার ‘ইন্টারেস্ট’ বা সুবিধা তার স্বামী ঋষি সুনাকের রাজনৈতিক ক্যারিয়ারের ওপর বার বার প্রভাব ফেলছে। গত বছর এটা প্রকাশ হয়ে পড়ে যে, অক্ষতা অনাবাসিক মর্যাদা ধারণ করেন। বিদেশ থেকে যে আয় করেন তার বিপরীতে তিনি বৃটেনে ট্যাক্স দেন না। তবে অক্ষতা দাবি করেছেন তার সবটা আয়ই বৈধ। তা সত্ত্বেও তিনি ওইসব বিদেশি আয়ের বিরপরীতে বৃটেনে ট্যাক্স দেয়া শুরু করেছেন। ভিন্নভাবে সোমবার বৃটেনের পার্লামেন্টারি কমিশন ফর স্ট্যান্ডার্ডস-এর ডানিয়েল গ্রিনবার্গ ঋষি সুনাকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। তার স্ত্রী অক্ষতা একটি চাইল্ডকেয়ারের শেয়ার সংক্রান্ত ইন্টারেস্ট ঘোষণায় ব্যর্থ হয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তে। সুনাকের অফিস বলেছে, এ সংক্রান্ত যে ঘোষণা দেয়া হয়েছে তা স্বচ্ছ। গ্রিনবার্গকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী। গত মাসে নিজের আর্থিক বিষয়ের বিস্তারিত প্রকাশ করেন সুনাক। তাতে দেখানো হয়, তিনি গত তিন মাসে বৃটেনে ট্যাক্স হিসেবে কমপক্ষে ১০ লাখ পাউন্ড পরিশোধ করেছেন।
একদিনেই বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী হারালেন প্রায় ৫ কোটি পাউন্ড
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৪:১৮ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

বৈচিত্র্যময় ও নৈশ অর্থনীতি চীনাদের কাছে পরিচিত হয়ে উঠেছে

নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প!

ইউরোপীয় কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

সুদানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

Benapole Express Targeted by Arsonists: An Unforgivable Crime Against Humanity-Dr. A K Abdul Momen, MP

চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে :পেং লি ইউয়ান

ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক

মার্কিন স্যাংশন: শেখ হাসিনার অবস্থানের প্রতি চীনের সমর্থন