যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত সংবাদ মাধ্যমের দৌলতে সামনে আসে, তার মধ্যে কয়েকটি মুহূর্তেই ভাইরাল হয়। তৈরি হয় মিমও। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময়ে ডনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন তাঁর ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। যিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। এ ছাড়াও অনুষ্ঠানে দেখা যায় অন্য দুই ছেলে মেয়ে, ইভাঙ্কা এবং এরিক ট্রাম্পকে। অনুষ্ঠানে নজর কাড়ে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পোশাক। মেলানিয়া ট্রাম্পের বিখ্যাত টুপিটি নজর কেড়েছে বহু মানুষের। টুপিটি পরার পর মেলানিয়ার মুখের অর্ধেক অংশ ঢেকে যায়।তিনি যখন মঞ্চে প্রবেশ করছিলেন বা ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁর চোখ দেখা যাচ্ছিল না। সে নিয়ে নেটপাড়ায় চর্চা এখন তুঙ্গে। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প তাঁর স্ত্রীর প্রতি চুম্বন দিতে গেলে টুপিটি তাঁদের মাঝে চলে আসে। সবচেয়ে বেশি চর্চিত হয়েছেন ছোট ছেলে ব্যারন। তাঁর ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা নিয়ে আলোচনা চলছে। এমনকি উচ্চতার জন্য প্রশংসাও পেয়েছেন বাবার থেকে। P মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের স্ত্রী লরেন সাঞ্চেজের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অদ্ভুতভাবে লরেনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় জাকারবার্গকে। ছবিটি দিয়ে একাধিক মিম তৈরি হয়েছে নেট পাড়ায়। অনেকেরই কৌতুহল, সত্যি কি জাকারবার্গ দেখছিলেন লরেনকে, নাকি এটি শুধুই ক্যামেরার ক্লিক। নজর কেড়েছেন ঊষা ভান্স। আমেরিকার নয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের পত্নী ঊষা ভারতীয় বংশোদ্ভূত হিন্দু।
স্বামীর শপথ নেওয়ার সময়ে তাঁর দিকে অপলক তাকিয়ে ছিলেন ঊষা, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, এটিই আদর্শ জুটির উদাহরণ। ঊষার কোলে দেখা গিয়েছে তাঁদের ছোট্ট কন্যাকে। লাল পোশাক এবং হাতে স্কুবি-ডু ব্যান্ডেড ছিল একরত্তির। সেনেটর বার্নি স্যান্ডার্সও মিমের বিষয় হয়ে উঠেন কারণ তিনি ট্রাম্পের ভাষণের সময় সকলের মাঝে অদ্ভুতভাবে শান্ত ছিলেন এবং চুপ করে বসেছিলেন। যা স্বাভাবিক লাগেনি অনেকেরই। আবার পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান অনুষ্ঠানে স্নিকার্স এবং শর্টস পরে এসেছিলেন। এমন এক অনুষ্ঠানে এই পোশাক নিয়ে চর্চা ও মিমের বন্যা বইছে। শপথ অনুষ্ঠানে তলোয়ার খেলা দেখিয়েছেন ডনাল্ড ট্রাম্প। সে ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এছাড়া মেটা, অ্যামাজন, গুগল, এক্স। চার চারটি জায়ান্ট কর্পোরেটের কর্ণধারকে দেখা গেছে ডনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে। মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, সুন্দর পিচাই এবং ইলন মাস্ককে দেখা গিয়েছে এক সারিতে। হিলারি ক্লিনটনের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকে সেটি দিয়ে মিমও বানিয়ে ফেলেছেন। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্পের বক্তব্য শুনে এই রাজনীতিক হাসছেন। ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি মেক্সিকো উপসাগরকে 'গালফ অফ আমেরিকা' নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মুহূর্তেই হেসে ওঠেন হিলারি। যা নিয়ে মিম তৈরি করে ফেলেছেন নেটিজেনরা।
ট্রাম্পের শপথে যে যে জিনিস ভাইরাল হল
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

২০ কোটি ডলারের সহায়তা চুক্তি সই সংস্কারে দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র

সিনচিয়াং পরিদর্শন করেছেন সি চিন পিং

Foreign Minister Dr. A K Abdul Momen urges to make the world free from the threat of nuclear weapons

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

‘বসন্তে চীন’ বৈশ্বিক সংলাপ বিশেষ অধিবেশন কাতারের দোহায় অনুষ্ঠিত

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

Journalist, researcher Erfan Ali invited to international seminars and workshops in Belgium

ট্রাম্পের অভিষেক সোমবার , তালিকায় নেই মোদি