আন্তর্জাতিক:
সমরকন্দে পাক প্রধানমন্ত্রীর সাথে সি চিন পিংয়ের সাক্ষাৎ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০১:২০ এএম

সমরকন্দের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাক্ষাতে সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে সুপ্রতিবেশী দেশ, দু’দেশের লক্ষ্য সংযুক্ত হচ্ছে। দু’দেশ একযোগে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে পরস্পরকে সাহায্য করছে। আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক-না-কেন, চীন ও পাকিস্তান পরস্পরের বিশ্বস্ত অংশীদার।
দু’দেশের সার্বক্ষণিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন পাকিস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চায় চীন।
প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, দু’পক্ষের উচিত পরস্পরকে অব্যাহত সমর্থন দেওয়া এবং উন্নয়ন কৌশলের সংযোগ আরো গভীরতর করা। তিনি জানান, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের যৌথ কমিটির ভূমিকা সুষ্ঠুভাবে পালন করা উচিত, যাতে বড় আকারের প্রকল্পের সুষ্ঠু নির্মাণ ও পরিচালনা নিশ্চিত করা যায়। কৃষি ও প্রযুক্তি খাতসহ নানা খাতে দু’দেশের সহযোগিতা বাড়ানো উচিত। এতে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের নতুন প্রাণশক্তি যুক্ত হবে।
তিনি আরও জানান, চীন আশা করে পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিক ও চীনা প্রতিষ্ঠান এবং তাদের বৈধ স্বার্থ নিশ্চিত করবে ইসলামাবাদ।
এ ছাড়া জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বহুপাক্ষিক কাঠামোতে দু’পক্ষের যোগাযোগ ও সমন্বয় জোরদার করার আহ্বানও জানান তিনি। দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ রেলপথ ও ই-কমার্সসহ নানা খাতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।
সূত্র: সিএমজি।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

চীনে মহাকাশ বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যক্রম অনুষ্ঠিত :ছয়শ’রও বেশি চিত্রকর্ম প্রদর্শিত

বুয়েনস আইরেস, আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা
.jpg)
Armed Forces Day celebrated in Bangladesh Embassy in Washington

চীনে ৪০ হাজারের অধিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে

মহাকাশ স্টেশন নির্মাণ করা চীনের মহাকাশ কাজের গুরুত্বপূর্ণ মাইলফলক

৫৫ হাজার ডিভি লটারির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নেই

বলিভিয়ার রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

মিশেল জে. সিসন - এর সাথে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাক্ষাৎ