চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র গত (রোববার) সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক শৃঙ্খলার গভীর পরিবর্তন হচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাস ও কৌশলের দিক থেকে নতুন যুগে, চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। এবার রাশিয়া সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং ধারাবাহিক আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত মতবিনিময় করবেন। আশা করা যায়, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য দু’দেশের রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, কৌশলগত সমন্বয় সমৃদ্ধ করবে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করবে, দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ করবে এবং আন্তর্জাতিক সমাজে আরো স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে।
চলতি বছর হল চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ তথা বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। চীন ও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়া ও ইউরোপের দু’টি প্রধান যুদ্ধমাঠ হিসেবে, যুদ্ধে জয়ী হওয়া, নিজ দেশ রক্ষা করা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য বিরাট উত্সর্গ করেছে ও ঐতিহাসিক অবদান রেখেছে। এমন বিশেষ ঐতিহাসিক মুহূর্তে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন।
চলতি বছর হল জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। চীন ও রাশিয়া উভয়েই জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। দু’দেশ জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্সসহ বহুপক্ষীয় মঞ্চের ঘনিষ্ঠ সমন্বয় জোরদার করবে, ব্যাপকভাবে গ্লোবাল সাউথ দেশকে ঐক্যবদ্ধ করবে এবং স্পষ্টভাবে একতরফাবাদের বিরোধিতা করবে। সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।