২০২২ সালে তিব্বতে নতুন করে ৭৮ হাজার ৬০০ হেক্টর বনভূমি সৃষ্টি করা হয়েছে এবং ২.৯ লাখের বেশি হেক্টর ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হয়েছে। তিব্বতের ৭টি শহরের বায়ুর মান সারা বছরের ৯৯ শতাংশ সময় ভালো ছিল। প্রাকৃতিক পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 

গেল ৫ বছরে তিব্বত প্রকৃতি সংরক্ষণকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হিসেবে অনুসরণ করেছে। তিব্বতের ৫০ শতাংশ অঞ্চল প্রাকৃতিক সংরক্ষণের আওতায় রয়েছে। সান চিয়াং ইউয়ান জাতীয় পার্কের থাং বেই এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে। তিব্বতে  তৃণভূমি ও বনভূমি বেড়েছে এবং মরুকরণ ও বালুকাময়-ভূমি হ্রাস পেয়েছে। বায়ু, পানি ও জমির মান চীনের প্রথম স্থানে রয়েছে। কৃষক ও পশুপালকরা পরিবেশ সংরক্ষণকারীতে পরিণত হয়েছে এবং এ থেকে উপকৃত হয়েছে।

২০২৩ সালে তিব্বতে আরও নতুন করে ৮০ হাজার হেক্টর বনভূমি তৈরি করা হবে এবং ৩.৩ লাখ হেক্টরের বেশি ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হবে।সূত্র: শিশির, চায়না মিডিয়া গ্রুপ ( সিএমজি)।