শেখ মুজিব চিরঞ্জীব 
        - তসলিমা হাসান 

শেখ মুজিব মরে নি!  
দশ টাকার নোট দেখেছ?
সেথায় আছে মুজিবুর রহমান।
ষোলকোটি বাঙালির বুক চিরে দেখেছ?
সেথায় দেখবে মুজিব চেতনা বহমান।
           মুজিবকে মৃত বলো না।
            মুজিব তো মরে নি।।
মুজিব বেঁচে আছে, সূর্যের প্রখরতায়।
মুজিব বেঁচে আছে, তার মহান কীর্তিতে।
মুজিব বেঁচে আছে, দূরন্ত পথিকের পদসঞ্চালনে।
মুজিব বেঁচে আছে, পাখিদের ঘুম ভাঙানিয়া কলকাকলিতে।
মুজিব বেঁচে আছে, সবুজ ফসলের দোলনে।
              তোমরা তাকে মৃত বলো না।
               তার মৃত্যু নেই, সে মরে নি।
মুজিব বাঁচে, লাখো জনতার হৃদয়ে।
মুজিব বাঁচে, ধেয়ে চলা নদীর স্বাধীনতায়।
মুজিব বাঁচে, পনের আগস্টের কাল পতাকায়।
মুজিব বাঁচে, মায়ের ওষ্ঠের উষ্ণতায়।
মুজিব বাঁচে, দুষ্টু ছেলের অবাধ্যতায়।
                 তাকে মৃত বলো না।
                 না,না তার মৃত্যু নেই
মুজিব বেঁচে আছে, মুজিব মরে নি।