NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

রেডিও তেহরান ‘বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২২-এর ফল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:৩৭ এএম

রেডিও তেহরান ‘বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২২-এর ফল ঘোষণা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে।

২০২২ সালের ক্লাব কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ‘বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব’র শিরোপা অর্জন করেছে ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ আর শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব এবং আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ।

ক্লাবের নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা’র নিয়মিত অনুষ্ঠান শোনা, শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠান বিষয়ে সুচিন্তিত মতামত-পরামর্শসহ শ্রোতাদের নিয়মিত চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ ও সাক্ষাৎকার প্রদানের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে।

বিজয়ী ক্লাব তিনটির উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রেডিও তেহরান কতৃপক্ষ।