সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ১০:৩৬ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত
এবং প্রথম মুসলিম কাউন্সিল মেম্বার শাহানা হানিফের নাম ও পরিচয়
ব্যবহার করে ফেসবুকে ভুয়া একাউন্ট খোলা হয়েছে। আর এই একাউন্ট
থেকে বিভিন্নজনের কাছে মেসেঞ্জারে ব্যক্তিগত তথ্য ও অর্থ সাহায্য
চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহানা হানিফ নিজেই। সিটির
ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান শাহানা হানিফ
রোববার (২২ জানুয়ারী) রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য
জানিয়েছেন।
কাউন্সিলওম্যান শাহানা হানিফ মিডিয়াকে জানান, কয়েক সপ্তাহ ধরে
তিনি জানতে পারছিলেন যে, তার নামে একাধিক ভুয়া একাউন্ট খোলা
হয়েছে ফেসবুকে। এ বিষয়ে রিপোর্ট করার পর তিনটি একাউন্ট
ফেসবুক কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করে দেয়। তিনি বলেন, আমি
পরিচিতজনদের কারো কারোর কাছে থেকে তথ্য পেয়েছি, আমার নাম
দিয়ে খোলা একাউন্ট থেকে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ
চাওয়া হয়েছে। শাহানা জানান, তিনি মেসেঞ্জারে কাউকে ব্যক্তিগত
কোন তথ্য কিংবা অর্থ দিতে বার্তা পাঠাননি। তিনি এ ধরনের যে
কোন বার্তা পরিহার করার অনুরোধ জানিয়েছেন।