NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা ভারত পাকিস্তান উত্তেজনায় কী বলছেন বিশ্বনেতারা
Logo
logo

বগুড়া সদর উপ- নির্বাচন ১ ফেব্রুয়ারি


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৩:২৯ এএম

বগুড়া সদর উপ- নির্বাচন ১ ফেব্রুয়ারি

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বগুড়া-৪ ও (সদর) ৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। জেলা নির্বাচন সূত্র জানায়, বগুড়ার দুটি আসনে মোট ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ১১২টি এবং বগুড়া-৬ (সদর) আসনের ১৪৩টি কেন্দ্র আছে।

 

বগুড়া জেলা পুলিশের গোপনীয় শাখা সূত্র জানিয়েছে, ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫৮টি আসনকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৪ আসনে আছে ৭৯টি এবং বগুড়া-৬ আসনে ১৫৮টি।

দুই আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ভোট অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাড়ে চার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, ২৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ৭৯৪টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য তিনজন পুলিশ ছাড়াও এপিবিএন, আনসার ভিডিপিসহ ১৭জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবেন।বগুড়ার এ দুই আসনের উপ-নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে ছয়জন এবং বগুড়া-৬ আসনে ১১জন প্রার্থী আছেন।