NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০২:৪৭ এএম

মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজগুলো বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাঁকে তলব করা হয়েছে। আজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে, বাংলাদেশের ওই পদক্ষেপ দুই দেশের ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের’ সঙ্গে মানানসই নয়। এ ছাড়া তা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।