এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ০৫ মে, ২০২৫, ০৪:০২ পিএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : “সুস্থ্য কিডনী সবার জন্য, অপ্রত্যাশিত দুর্যোগের প্রস্তুতি, প্রয়োজন ঝুঁকিপূর্ণদের সহায়তা” প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার আয়োজনে অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল এর সার্বিক তত্ত¡াবধানে বিশ্ব কিডনী দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে রোগীদের মতবিনিময় সভা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ বগুড়া জেলা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু,সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ হাবিবুল আহসান তালুকদার,বগুড়া জেলা সির্ভিল সার্জন ডাঃ মোঃ শফিউল আযম, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলছুম সম্পা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, ডাঃ শামিউল ইসলাম মিশু, ডাঃ আ.ন.ম এহছানুল করিম, ডাঃ কামাল হোসেন, ডাঃ রুহুল আমিন. ডাঃ এইচএম সানজেদুল হক সমুন, ডাঃ সাদেকুল ইসলাম, ডাঃ সাহাবুর আলম,ডাঃ ফয়সাল ফারুক, ডাঃ ইমরান হোসেন প্রমুখ। দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৩৫০জন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পরে এক বর্ণাঢ্য র্যালী পৌরশহর প্রদক্ষিণ করে।