NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনা নাগরিকদের বিদেশ ভ্রমণের আওতা বৃদ্ধি করা হবে: চীনা মুখপাত্র ওয়াং ওয়েন বিন


রুবি,বেইজিং: প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:০৯ এএম

চীনা নাগরিকদের বিদেশ ভ্রমণের আওতা বৃদ্ধি করা হবে: চীনা মুখপাত্র ওয়াং ওয়েন বিন

 


বিদেশে পর্যটনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চীনা পর্যটকদের গন্তব্য দেশের আওতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। ১৪ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওয়াং ওয়েন বিন বলেন, সম্প্রতি চীন কিছু কিছু দেশে পরীক্ষামূলকভাবে চীনা নাগরিকদের দলীয় পর্যটন পুনরুদ্ধার করেছে, যা ভালো ফলাফল বয়ে এনেছে। চীনের করোনা মহামারির পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রয়েছে। বিদেশে পর্যটনের চাহিদা অনেক বেড়েছে। তাই চীনা পর্যটকরা বিভিন্ন দেশ ভ্রমণ করতে চায়। এমন প্রেক্ষাপটে পর্যটন প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করবে চীন।

ওয়াং ওয়েন বিন বলেন, পর্যটকরা যাত্রা শুরুর আগে নিজের স্বাস্থ্যের ওপর নজর রাখবে। বিদেশে নিজের নিরাপত্তা ও মহামারি প্রতিরোধ জোরদার করবে এবং চীন ও গন্তব্যস্থলের মহামারি প্রতিরোধনীতি মেনে চলবে বলে আশা করে চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ