NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব‍্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৪:১৩ পিএম

ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব‍্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার  ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম সদরে ২১ শে মার্চ/২৩ ইং মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্টিত হয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তনের ১৬ প্রহরব‍্যাপীর আজ ২য় দিন। আজ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সভাপতি  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আঃ লীগের সভাপতি  শেখ জালাল  উদ্দিন, সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর  আলম, ১ নং ওর্য়াড ইউপি সদস্য  শ্রী সুধেব ঘোষ, শ্রী প্রতুল চন্দ্র বসাক মাস্টার, প্রফেসর শ্রী ফনি,  শ্রী রামপদ মালাকর, শ্রী দিপংকর বসাক, শ্রী জয়দেব বসাক, শ্রীপদ বসাক, শ্রী বাবু অসিম কল‍্যান ঘোষ,আমেরিকার নিউইয়র্ক বাংলা ডটকমের বগুড়ার সাংবাদিক এম. আব্দুর রাজ্জাক, আদমদিঘীর সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল রানা সহ; হিন্দু সম্প্রদায়ের  কমিটির নেতৃবৃন্দ  এবং  হাজার হাজার ভক্তবৃন্দ। আজ ১৬ প্রহরব‍্যাপী রাধা গোবিন্দ লীলা কীর্তনের ২য় দিন।আজ মাননীয়  প্রধান  অতিথি  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু এবং  বিশেষ  অতিথি  ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু সাহেব  মন্দিরের বিভিন্ন কাজের উন্নয়ন জন্য আর্থিক সাহায্য প্রদান করেন।