NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

দুপচাঁচিয়া জেকে ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহকারী বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৮:১৫ পিএম

দুপচাঁচিয়া জেকে ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহকারী বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান(জেকে)ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরদার ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আফজাল হোসেনের অবসরজণিত বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের আয়োজনে গত ২মার্চ রোববার সন্ধ্যায় কলেজ হলরুমে  এক আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম জহির এর  সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলাম সেজুর পরিচানায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় এমপি পুত্র আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাবেক সহকারী অধ্যাপক আবুল বাশার, সাবেক ব্যাংকার আজিজুল হক, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সহকারী অধ্যাপক তাজুল ইসলাম সহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। শেষে  অবসরজণিত বিদায়ী সংবর্ধিত অতিথীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।