NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিস্মৃত প্রেম --জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৯:০৪ পিএম

বিস্মৃত প্রেম  --জাকিয়া রহমান

বিস্মৃত প্রেম

--জাকিয়া রহমান

ভালোবাসার আশে, নবোন্মেষিত হল নতুন প্রেম-

হারান প্রেমের ভস্মের অবয়বে।

আবিষ্ট মন উন্মুখ প্রত্যাশার বসন্ত বাতাসে 

আধ ফোটা পুষ্প কলির মত অকুলায়, 

আলোর মদিরায় মন ডুবতে আবার চায়। 

আহুতি দিয়ে দুখের দিনকে 

হৃদয় জাগে, রচে সুর আর গাঁথে মালা নতুন করে। 


 

সুখ ঘরের জানালা দৃষ্টি ডিঙ্গায় আর মনে প্রশ্ন, 

আবার কখনও কি বিস্মৃত হারান প্রেমের দাহন  

অতল গহ্বর থেকে ছুঁড়বে ধোঁয়ার কুন্ডুলী? 

সে দাহনে কি আবার সব অচমকা ধ্বসে পড়বে? 

উতপ্ত রশ্মি যেমন কৃষ্ণগহ্বরে তরঙ্গে উথলায়,  

আর জ্বলে উঠা কৃষ্ণ নিরেট গহ্বর থেকে- 

অগ্নি নির্ঝর স্রোতের বানে ভাসিয়ে দেয়, 

কেড়ে কি নেবে সব দুর্দম গতিতে? 

উষ্ম অনুভূতির নতুন সুখের সুর- 

আবার হবে কি সে সুর, বেসুর?