NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা
Logo
logo

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৯ মে, ২০২৫, ০২:৪১ পিএম

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা

 মোহাম্মদ আবদুল্লাহ : চুয়াডাঙ্গার আলমডাংগা উপজেলার হাইরোড ও কাচাবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।অভিযানে বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।আজ সোমবার দুপুরে থেকে হোটেল, মিষ্টির কারখানা, কাচাবাজার, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় থানা মোড় হাইরোডে অবস্থিত মেসার্স বাবু হোটেল ও দই মিষ্টির কারখানায় তদারকিতে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি ও খাবার তৈরি, একই ফ্রিজে কাচা মাছ মাংশের সাথে রান্না করা, রেডি খাবার সংরক্ষণ ও দইয়ের মেয়াদ মুল্য ইত্যাদি না দেয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।একইসাথে মেসার্স মজিদ হোটেল এর মালিক মো. জীবন মাহমুদকে হোটেলে কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে কাঁচাবাজারে মরিচসহ সবজি ও মুদিদোকান তদারকি করা হয়। এসময় মেসার্স মিলন স্টোরের মালিক শ্রী মিলন দে কে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় মুল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন আলমডাংগা পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. মাহফুজুর রহমান ও এস আই আমিনুলের নেতৃত্বে আলমডাংগা থানা পুলিশের একটি টিম।