NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে হবে সিআইএফটিআইএস-২০২২ প্রদর্শনী


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:০২ পিএম

চীনে হবে সিআইএফটিআইএস-২০২২ প্রদর্শনী

 

 

নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক:

বিশ্বব্যাপী সেবা বাণিজ্যিক খাতে সিআইএফটিআইএস হলো বৃহত্তম প্রদর্শনী। মেলার প্রতিপাদ্য- ‘সেবার সহযোগিতা উন্নয়ন বেগবান করা এবং সবুজ সৃজনশীলতার ভবিষ্যতকে স্বাগত জানানো’। চলতি বছরের ‘চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলা’ আগামী ৩১ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বেইজিং জাতীয় সম্মেলনকেন্দ্র ও শৌকাং পার্কে অনুষ্ঠিত হবে।

এবারের মেলার বৈশিষ্ট্য হলো: প্রথমত, প্রদর্শনীর এলাকা বেড়েছে। এবারের মেলায় প্রদর্শনীর মোট আয়তন ১ লাখ ৫২ হাজার বর্গমিটার এবং যা গত বছরের তুলনায় ২৬ হাজার বর্গমিটার বেশি। দ্বিতীয়ত, পরিবেশগত পরিসেবার নতুন দিক প্রতিষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সঞ্চয়ের নতুন প্রযুক্তি ও ব্যবহার করা হবে।

 

তৃতীয়ত, ডিজিটাল বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উপাদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চতুর্থত, আন্তর্জাতিকীকরণের স্তর উন্নত করা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ব্যবস্থা আরও গভীর করার প্রচেষ্টা করা হয়েছে।এখন পর্যন্ত ৬৫টি দেশ ও অঞ্চল অন-লাইন বা অফ-লাইনে প্রদর্শনীতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

মেলা চলাকালে ১৬৩টি ফোরামের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮৪টি বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের সাফল্য তুলে ধরবে। তাছাড়া ৭টি শীর্ষফোরাম আয়োজন করা হবে এবং চায়না সার্ভিস ট্রেড ডেভেলপমেন্ট রিপোর্ট, গ্লোবাল সার্ভিস ট্রেড ইনোভেশন ট্রেন্ড রিপোর্ট এবং ওয়ার্ল্ড ট্যুরিজম সিটিস ডেভেলপমেন্ট রিপোর্টসহ প্রভাবশালী রিপোর্ট প্রকাশিত হবে।সূত্র:সিএমজি।