NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

রেডিও ভেরিতাস এশিয়া চাকুরী অতপরঃ বিয়ে করেই সুখে আছেন শ্রীলঙ্কায়-তেরেজা সোমা ডি' কস্তা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ১২:৪৫ এএম

রেডিও ভেরিতাস এশিয়া চাকুরী অতপরঃ বিয়ে করেই সুখে আছেন শ্রীলঙ্কায়-তেরেজা সোমা ডি' কস্তা

এম. আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাবেক প্রযোজক তেরেজা সোমা ডি' কস্তা। তার বাবা নাম খ্রিষ্টফার ডি 'কস্তা এবং মাতার নাম  মনিকা ডি' কস্তা। বতর্মানে তার বাবা মা উভয়ে না ফেরার দেশে চলে গেছেন। তার জন্ম ১৯৮০ খ্রিষ্টাব্দের  ১৫ ফেব্রুয়ারী, ঢাকার দোহার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে। তার পরিবারে ৪ ভাই এবং ১ বোন (তেরেজা সোমা ডি' কস্তা) সবার ছোট। 

এরই মাঝে তিনি পড়াশুনা শুরু করেন বক্সনগর প্রাইমারী স্কুলে। সেন্ট থেকলার্স গার্লস স্কুল থেকে এস.এস. সি এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচ. এস. সি পাশ করেন। এর পর ঢাকার দোহার নবাবগঞ্জ কলেজ থেকে বি. এ পাশ করেন।

এর পরে কর্মময় জীবনে পথ চলা শুরু হয় রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগ ম‍্যানিলার, কেজন সিটি, ফিলিপাইনে। সেখানে যোগ দেন ২০০৪ সালে। তিনি ৪ বছর অর্থাৎ ২০০৮ সাল পর্যন্ত রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগে প্রযোজক হিসেবে দায়িত্ব  পালন করেন। তখন রেডিও ভেরিতাস এশিয়া থেকে ২২ টি ভাষায় দৈনিক অনুষ্ঠান প্রচার হত। এরই সুবাদে শ্রীলঙ্কার সিংহলী ভাষা বিভাগের প্রযোজক  শান্তা সিরি পাতিরানা সঙ্গে পরিচয় ঘটে। এক পর্যায়ে উভয়ের মাঝে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০০৮ সালে ডিসেম্বরে উভয় পরিবারের সর্বসম্মতিতেই বিয়ের পিঁড়িতে বসেন তেরেজা সোমা ডি' কস্তা এবং শ্রীলঙ্কার নাগরিক শান্তা পাতিরানা।

 বাংলাদেশের বক্সনগর গ্রামের সাধু আন্তনীর গির্জায় বিয়ে হয় তাদের। বতর্মানে তাদের ঘরে একটি কন‍্যা সন্তান  আছে নাম তার জেমিমা মৈত্রী পাতিরানা। তার বয়স ১১ এবং বাবা শান্তা সিরি পাতিরানা মৈত্রী ৩ টি ভাষায় কথা বলতে পারে তার মধ্যে শ্রীলঙ্কার সিংহলী, ইংরেজি এবং বাংলা। বর্তমানে বাবা শান্তা পাতিরানা রেডিও ভেরিতাস এশিয়া সিংহলী ভাষায় প্রযোজক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া শান্তা পাতিরানা শ্রীলঙ্কার একজন জনপ্রিয় লেখক ও মিউজিসিয়ান। 

তেরেজা সোমাডি' কস্তা বিয়ের পর ২০১১ সালে ফিলিপাইন থেকে "সোশ্যাল সার্ভিসেস এন্ড ডেভেলপমেন্ট" এর উপর মাস্টার্স ডিগ্রি পাশ করেন।বতর্মানে শ্রীলঙ্কায় বসবাস করছেন এই সুখী দম্পতি পরিবার। শ্রীলঙ্কার কলম্বো শহর থেকে প্রায় ১৮ কি. মি. দুরে কাডাওয়াথা এলাকায় বসবাস তাদের। তিনি স্বামী, শশুর শাশুড়িসহ সন্তান নিয়ে বেশ ভালোই আছেন। কাডাওয়াথা এলাকাটি খুবই সুন্দর একটি শহর এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই অঞ্চলটি।

তেরেজা সোমাডি' কস্তার "মৈত্রীর পৃথিবী" নামে ব‍্যাক্তিগত একটি ব্লগ রয়েছে। ব্লগটির ঠিকানা www.moitree06.com বতর্মানে তেরেজা সোমা ডি' কস্তা, অনলাইন, আঠার গ্রামের খবর চ্যানেলের সার্বিক দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও ইতি মধ্যে তার ৩ টি বই প্রকাশ হয়েছে, ১. অপেক্ষা ২. ফেরা ৩. সুন্দরী।২০১৯ সালে তার প্রথম উপন‍্যাস সুন্দরী এর মোড়ক উম্মেচন হয় এরপর ২০২১ সালে ৮ টি ছোটগল্প নিয়ে গল্পগ্রন্থ ফেরা এবং ২০২২ সালে আরও একটি উপন্যাস অপেক্ষা নামক প্রকাশ হয় । তার বইগুলো ইতি মধ্যে পাঠক সমাজে ও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে ফেলেছে। তেরেজা সোমা ডি' কস্তা বাংলাদেশ এবং ভারতের রেডিও শ্রোতা বন্ধুদের কাছে এক কিংবদন্তি নাম।