Abdur Razzak প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ০৭:৪৫ এএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
৬ আগস্ট ২০২২;“আমরা সবাই ভিন্ন, একসাথে অনন্য, ঘৃনা নয়, সম্প্রতি ছড়ায়“ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী, মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নওগাঁয় এক সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং ইন বাংলাদেশ এন্ড শ্রীলংকা প্রজেক্টের সদর উপেেজলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুপান্তর, হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বে-সরকারী সংস্থা আপোস এর আয়োজন করে। শুক্রবার বিকেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আপোসের নির্বাহী পরিচালক এস,এম শহীদুল ইসলাম, নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজিদ সম্রাট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে এই প্রজেক্টের ইয়থ গ্রুপ বনাম জেলা জোটের সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলা জোটের সদস্যদেরকে ২-০ গোলে হারিয়ে ইয়থ গ্রুপ জয়লাভ করে। পরে ২টি বিদ্যালয়ে ও ২টি কলেজে রচনা প্রতিযোগিতায় মধ্যে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় এবাউট টান নাটক মঞ্চস্থ হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়