NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo
শিতাংশু গুহ -র

‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’ -র প্রকাশনা অনুষ্ঠান


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৯:০৩ পিএম

‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’ -র প্রকাশনা অনুষ্ঠান

নিউইয়র্ক: বইমেলা ২০২১ ও ২০২২-এ প্রকাশিত শিতাংশু গুহ’র লেখা বই ‘করোনার কথা’ এবং ‘জন্ম থেকে জ্বলছি’ প্রকাশনা অনুষ্ঠান রবিবার ৫ই জুন সন্ধ্যা ৬টা , জুইস সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন একুশে পদক প্রাপ্ত লেখক, মুক্তিযোদ্ধা ড: নুরন নবী। সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ। উপস্থাপনা করবেন কবি ফকির ইলিয়াস।

আলোচনা করবেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন ড: সব্যসাচী ঘোষ দস্তিদার, এমিরেটস প্রফেসর, সুনি ওল্ড ওয়েস্টবেরী ইউনিভার্সিটির ডাক্তার লেখক সুভাষ শিকদার, নিনি ওয়াহেদ, সৈয়দ মোহাম্মদুল্ল্যাহ, ফজলুর রহমান, এবিএম সালাহউদ্দিন আহমদ, রতন তালুকদার,  সঞ্জীবন সরকার, হাকিকুল ইসলাম খোকন, ইব্রাহীম চৌধুরী, ডাঃ মাসুদুল হাসান, উত্তম সাহা, মিঠুন আহমদ, মাহফুজুর রহমান, শাহ জে চৌধুরী, তোফাজ্জ্বল লিটন এবং অন্যান্যরা।

 

উল্লেখ্য, দু’টি বই সেখানে পাওয়া যাবে।