NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ড. মোমেন


চায়না মিডিয়া গ্রুপ প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৭:৫১ এএম

চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ড. মোমেন

 

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বাংলাদেশ সফররাজনৈতিকভাবে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মন্তব্যকরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুলমোমেন। বাংলাদেশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরউপলক্ষে ৭ আগস্ট রাজধানীতে ঢাকায় আয়োজিতএক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। চীনাপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্কআছে সেই সম্পর্ক আরও অনেক দূরে এগিয়ে নিয়েযাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বলেজানান তিনি। বাংলাদশে ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করেমন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, এক চীন নীতি’ নি‌য়ে বাংলা‌দে‌শের অবস্থানেকৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই।

ড. মোমেন বলেন, '২০৪১ সালে সোনার বাংলাপ্রতিষ্ঠায় সহযোগী হিসেবে বাংলাদেশকে সাহায্যকরবে চীন। দেশের উন্নয়নের জন্য স্থিতিশীলতারঅত্যন্ত প্রয়োজনীয়, এ বিষয়ে তিনি (চীনাপররাষ্ট্রামন্ত্রী) আমাদের সাথে একমত।' ড. মোমেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেচীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দারিদ্র্য দূর করার বিষয়েআলোচনা হয়েছে। আমরা দারিদ্র্য দূর করতে চীনেরসহায়তা চেয়েছি। চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দারিদ্র্যের বিরুদ্ধে তারাও লড়াই করছেন। আমরাএকযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে কাজ করবো।'

নতুন করে আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ওসেবার শুল্কমুক্ত সুবিধা দেবে চীন; সব মিলিয়েবাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য ও সেবা বিনাশুল্কেবিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে প্রবেশাধিকারপাবে।রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেনতুন এই সুবিধা দেওয়র কথা বলেন চীনেরপররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর ফলে গার্মেন্ট পণ্য, ওষুধ, আইটিসহ বেশকিছু পণ্য রপ্তানি করে আমদানি-রপ্তানি পার্থক্য কমিয়ে আনা সম্ভব হবে মন্তব্য করেনএ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মহামারীর কারণে দুইবছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশিশিক্ষার্থীদের আবার ভিসা দেওয়া শুরু করার কথাজানিয়েছে চীন। বৈঠকে চীনের তরফ থেকেশিক্ষার্থীদের জন্য আবার ভিসা চালুর বিষয়টিজানানো হয়। বাংলাদেশে আটকে পড়া শিক্ষার্থীদেরআগামিকাল সোমবার থেকে চীনের ভিসা প্রদানকার্যক্রম শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।সূত্র: তানজিদ, ঢাকা স্টেশন, চায়না মিডিয়া গ্রুপ