NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউ ইয়র্ক পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফেনী জেলায় মেধাবী সন্তান


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:১১ পিএম

নিউ ইয়র্ক পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফেনী জেলায় মেধাবী সন্তান

 গত ২৯ সেপ্টেম্বর  সকালে পুলিশ হেডকোয়ার্টারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশের কমিশনার এডওয়ার্ড কাবান। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফেনী জেলায় মেধাবী সন্তান ডা: মোহাম্মদ শাহাদুল ইসলাম । শাহেদুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেই পাস করে নিউইয়র্কে বাড়ি জমান । ২০১৪ সালের জুন মাসে তিনি নিউইয়র্ক পুলিশে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।এ ছাড়াও পদোন্নতি প্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলায় সন্তান  একেএম মনিরুল হক রাহুল, মজিবুর রহমান  ভূঁইয়া , লক্ষ্মীপুরের সন্তান কানিজ ফাতিমা  ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। 

অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী, সেক্রেটারি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।