NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ অফিসার সজীব আহমেদ


জামিল সারোয়ার প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৮:৪৫ এএম

সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ অফিসার সজীব আহমেদ

 

 

জামিল সারোয়ারনিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পুলিশ বিভাগের বিভিন্ন উচ্চপদে তারা দায়িত্ব পালন করছেন। পরীক্ষায় উন্নীত হয়ে পদোন্নতি লাভ করছেন। গত ২১ জুলাই বৃহস্পতিবার সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ অফিসার সজীব আহমেদ। পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল সকল পদোন্নতিপ্রাপ্তদেরকে নিজ  হাতে সার্টিফিকেট প্রদান করেন।  সজীব আহমেদ ২০০২ সালে বাংলাদেশের মুনসিগঞ্জ জেলার, ঘুসনগর গ্রাম থেকে পরিবার সহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার পিতা অবসরপ্রাপ্ত পল্লী ডাক্তার, নাসির উদ্দিন আহমেদ এবং মা মাবীয়া বেগম আহমেদ। স্যারজেন্ট সজীব আহমেদ ২০১৩ সালে ইয়র্ক কলেজ থেকে মেডিক্যাল টেকনোলজি সাবজেক্ট এ ব্যাচেলর ডিগ্রি অর্জন শেষে এনওয়াইপিডিতে একজন পুলিশ অফিসারের পদে যোগ দেন। তার বর ভাইদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান রয়েছেন কারেকশন অফিসার পদে, শওকত হোসেন  রয়েছেন ইউ এস পি এস এ কর্মরত, ইকবাল হোসেন রয়েছেন ট্রাফিক পুলিশ অফিসার পদে এবং শাহীন আহমেদ রয়েছেন ইউ.এস.পি এস এ কর্মরত। তার বোনদের মধ্যে নাসরিন আহমেদ ও সুমি আহমেদ নিযুক্ত রয়েছেন ডিপার্টমেন্ট অব এডুকেশনের টিচার এসিসট্যান্ট পদে।

এদিকে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে পদোন্নতি  প্রাপ্তদের অভিনন্দিন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন,  ডিটেক্টিভ ৩য় গ্রেডের পদ পাওয়া কঠিন ও সময়সাপেক্ষ। বাংলাদেশী-আমেরিকান যারা গোয়েন্দা বিভাগে পদোন্নতি পেয়েছেন তাদের কাজ অনুকরণীয় এবং তারা আমাদের গর্ব, কমিউনিটির গর্ব। এছাড়া  বাপার পক্ষ থেকে  জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট  প্রিন্স আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান। 
এনওয়াইপিডি এখন বাংলাদেশী-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের জয়জয়কার উল্লেখ করে বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান,  বর্তমানে আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশী এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন।  যাদের মধ্যে ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ১০ জন লেফটেন্যান্ট, ৪০ সার্জেন্ট ১২ জন ডিটেক্টিভ এবং পুলিশ অফিসার সহ ৪৫০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে  প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট , ট্রাফিক এজেন্ট , স্কুল ক্রসসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।