NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

শেন ইয়াং শহর পরিদর্শনে সি চিন পিং


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৭:০১ এএম

শেন ইয়াং শহর পরিদর্শনে সি চিন পিং

 

 

আন্তর্জাতিক ডেস্ক:চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীনের লিয়াং নিং প্রদেশের রাজধানী শেন ইয়াং শহর পরিদর্শন করেন। এ সময় তিনি যথাক্রমে সিনসুং রোবট অটোমেশন কো. লি ও মুতান কমিউনিটিতে গিয়ে স্থানীয় কোম্পানির বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নবায়ন এবং তৃণমূল সিপিসির গঠন ও কমিউনিটি সেবার খোঁজ-খবর নিয়েছেন।

 

সি চিন পিং বলেন, পুরানো কমিউনিটির সংস্কার জনগণের সুখ ও নিরাপত্তাবোধের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এটি তাদের জীবনের মান উন্নত করার গুরুত্বপূর্ণ কাজ। পুরানো কমিউনিটির সংস্কার চালিয়ে পরিবেশ ও জীবন-যাপনের ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সেবার মান উন্নত করতে হবে।  

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন বর্তমানে বার্ধক্য সমাজে প্রবেশ করেছে। প্রবীণরা অধিক থেকে অধিকতর দীর্ঘায়ু হয়েছেন। তাদের সেবা জোরদার করতে হবে। বার্ধক্য কর্তব্য ও শিল্প জোরদার করা উচিত। শিশুরা পরিবারের মধ্যমণি। তাদের লালন ও বড় করাসহ নানা কাজ জোরদার করতে হবে। বাধ্যতামূলক শিক্ষার পর্যায়ে অতিরিক্ত হোমওয়ার্ক এবং অফ-স্কুল প্রশিক্ষণের বোঝা কার্যকরভাবে হ্রাস করার পর কমিউনিটির পক্ষ থেকে অফ-স্কুল অনুশীলন অভিযান চালানো উচিত। তিনি আরও বলেন, প্রথমে শিশুদের ভালো শরীরচর্চা করাতে হবে। তারপর তাদের মানসিক সুস্থতার দিকে নজর দিতে হবে। যাতে জনসাধারণ মনোযোগ দিয়ে সিপিসির সেবার মান অনুভব করতে পারেন।সিপিসি বরাবরই জনসাধারণের পাশে আছে।

শহরের কমিউনিটি সিপিসির নেতৃত্বে মুতান কমিউনিটির বাসিন্দাদের চাহিদা অনুযায়ী প্রবীণদের ডে-কেয়ার সেবা প্রদানের পাশাপাশি শিশু এবং কিশোরদের যত্ন নিতে জনকল্যাণমূলক ক্লাসরুম খুলেছে।

সূত্র:সিএমজি।