NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ জমকালো আয়োজনের মাধ্যমে রেডিও তেহরানের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে


ইলমা চৌধুরী প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১১:৩৭ এএম

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ জমকালো আয়োজনের মাধ্যমে রেডিও তেহরানের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে

ইলমা চৌধুরী চট্টগ্রাম থেকে গত ১৯ এপ্রিল২০২৪ খ্রিস্টাব্দে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আইআরআইবি ফ্যন ক্লাব বাংলাদেশ উৎযাপন করেছে আইআরআইবি বাংলা বিভাগ তথা রেডিও তেহরানের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী, শ্রোতাদের মতবিনিময় সহ রেডিও তেহরানের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরন এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে বিগত বছরের কুইজ এবং প্রত্র লিখা বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠান।বিগত বছরের মত এবার ও চমক ছিলো আগত অতিথি, প্রবীণ এবং নবীন শ্রোতা সম্মাননা স্বারক প্রদান। ' ইসলামিক রিপাব্লিক অব ইরান ব্রডকাষ্টিং ফ্যান ক্লাব বাংলাদেশ। আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও তেহরান বাংলা বিভাগ কতৃক যোষিত তিন বারের শ্রেষ্ঠ ক্লাবের কৃতিত্ব অর্জন কারি আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর সাধারন সম্পাদক এবং রেডিও তেহরানের মনিটর জনাব আবু তাহের এবং এম জামাল আহমেদ সূবর্নের চমৎকার মনোমুগ্ধকর যৌথ উপস্থাপনায় অসাধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সিলর জনাব রেজা মীর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বাংলা টিবির ব্যাবস্থা পরিচালক সৈয়দ সামসুল হক, রেডিও তেহরানের সাবেক সিনিয়র সাংবাদিক, আন্তর্জাতিক রাজনীতির ভাষ্যকার ও ইরান বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম, রেডিও তেহরান বাংলা বিভাগের সাবেক পরিচালক জনাব মুজাহিদল ইসলাম, আমাদের সকলের প্রিয় রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক জনাব আশরাফুর রহমান।বিশেষ অতিথি হিসেব নো এক্সিট অ্যাপারেল এর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও আহাম্মেদ মাহবুবুল আলম নয়য় উপস্থিত থাকার কথা থাকলেও ব্যাস্তার কারনে তিনি উপস্থিত হতে পারেন নাই। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্যারেন্টিং কোর্স ও কনসাল্টেন্ট এবং সিনিয়র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার জনাব রফিকুল ইসলাম রিমন। সম্মানিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক কবি ও মর্সিয়া লেখক শাহনওয়াজ তাবীব, নুরুজ্জামান ফিরোজ, কবি আমিন আল আসাদ, তরুন ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা আবু সালেহ, রেডিও তেহরানের বিশেষ সংবাদদাতা এম. বাদশা মিয়া, বীমা কর্মকর্তা জনাব জুলফিকার আলী লিটন, ডা হেদায়েত উল্লাহ সাজু, বাংলাদেশ রোড় সেফটি এ্যালায়েন এসোসিয়েশন & ডিটিসি এর চেয়ারম্যান জনাব নূর নবী শিমু বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত প্রভাবশালী সদস্য জনাব শাহানাজ পলি প্রমুখ। অডিও বার্তা পাঠিয়ে আমাদের কে উৎসাহ দিয়েছেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক এবং নিউইয়র্ক বাংলা ডটকম এর সম্পাদক জনাব আকবর হায়দার কিরন, ভারত থেকে অডিও ভার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন মনিটর রেডিও তেহরান পশ্চিম বঙ্গ ভারত। শ্রোতা মন্ডলীদের মধ্যে থেকে অনুভুতি ব্যাক্ত করেন- ব্যাংকার ও কলাম লেখক মোহাম্মদ জিল্লুর রহমান, গোলাম সরোয়ার ( ফরিদপুর), মোখলেছুর রহমান ( কুষ্টিয়া), মোঃ নজরুল ইসলাম ( ঝিনাইদহ), আলো আহমেদ ( ফরিদপুর), আবদুল কুদ্দুস মাস্টার ( কুড়িগ্রাম) ড. মোঃ মুস্তাফিজুর রহমান ( রংপুর),সবুজ মাহামুদ ঢাকা, ওবায়েদ হুসাইন আল সামী ( যশোর), ফয়সাল আহমেদ সিপন ( গোপাল গঞ্জ)।মোহাম্মদ আবদুল মান্নান আজাদ কুমিল্লা,সাহাদাত মেম্বার সাভার ঢাকা,সোহাগ পারভেজ কুমিল্লা, আবদুর রাজ্জাক বগুড়া,মোবারক হোসেন ফনি টাংগাইল সহ আরো অনেকেই। প্রানবন্ত উক্ত অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ত ভাবেই দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী বিভিন্ন ইভেন্ট পরিবেশনার মধ্যে দিয়ে অতিক্রম করে। নজরল সঙ্গীত, ফররুখ সংগীত, ইসলামী গান, কবিতা, ছড়া, অনুভূতি প্রকাশ, পরামর্শ প্রদান, করণীয় সম্পর্কে মতামত প্রদান ইত্যাদী সহ ইরান বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক প্রসংগ, আন্তর্জাতিক প্রসঙ্গে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যায়নবাদী ইজ্রায়েলের আগ্রাসণ ও ফিলিস্তিনী জনতার উপর নির্যাতন ও মধ্যপ্রাচ্যে তাদের অপতৎপরতার জবাবে ও সিরিয়ায় ইরানী কুটনীতিক হত্যার প্রতিশোধ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রভৃতি প্রসঙ্গ ওঠে আসে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি, মঞ্চ ব্যাক্তিত্ব, শ্রোতামন্ডলি এবং অনুষ্ঠানে উপস্থিত সুধীমন্ডলীকে যথাক্রমে পদক, সম্মাননা ক্রেস্ট, স্মারক গেঞ্জি, কলম ও চাবীর রিং উপহার দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক দূর দূরান্তে থেকে এসে আমাদের অনুষ্ঠান কে সুন্দর এবং স্বার্থক করেছেন।আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী তে যেনো আপনাদের কে আরো বাড় পরিসরে অনুষ্ঠান উপহার দিতে পারি