NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা
Logo
logo

ইউ এস এ ৯৭-৯৯ এর সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৫, ০১:৪৮ পিএম

ইউ এস এ ৯৭-৯৯ এর সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন

সেই অনেক পুরনো দিন থেকে আমরা বাঙালী সত্ত্বা ধারণ করে বিশ্বাস করি বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমন্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্যদিকে, পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। গত ২৭ শে এপ্রিল কুইন্স এর আগ্রা প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি হল এ অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র ছাত্রীদের আয়োজনে বৈশাখ - ১৪৩১। বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। ইউ এস এ ৯৭-৯৯ সংগঠনটির এডমিন জামিল সারোয়ার এর সন্চালনে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে প্রথমেই স্বাগতিক বক্তব্য দেন সংগঠনটি অন্যতম এডমিন শামস শাহরিয়ার। পান্তা, ইলিশ মাছ, পিঠা সহ নানারকম খাবারে এবং বিভিন্ন রকম আয়োজনের পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ। সংগঠনটির “বৈশাখ -১৪৩১“ শে যোগদান করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সংগঠনটির সদস্যরা আসেন তাদের পরিবার নিয়ে। আগত সকলের মধ্যে ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। ২০১৮ এ ফেইসবুক ভিত্তিক গড়ে উঠা সংগঠন ইউ এস এ ৯৭-৯৯ এর এডমিন প্যানেল প্রতিনিয়ত আয়োজন করে চলেছিল একের পর এক সফল অনুষ্ঠান। সংগঠনটির এডমিন জামিল সারোয়ার জনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন বিশ্ব মহামারী করোনার কারণে অনেকগুলো পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে পারিনি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, আর এই জন্যই আমাদের মেম্বারদের জন্য এই বৈশাখ আয়োজন করি বলে জানান। সংগঠনের সকল সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার। প্রতিষ্ঠাতা এডমিন তানভির আতাহারি এবার অনুষ্ঠান এ অনুপস্থিত ছিলেন। দশজন সদস্য নিয়ে গড়ে উঠা সংগঠন এখন ইউএসএর বিভিন্ন অঙ্গরাজ্যে চার শতাধিকের অধিক সদস্য নিয়ে পরিপূর্ণতা লাভ করছে। আমন্ত্রিত অতিথি দের মধ্যে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেক মালিক, কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট আব্দুল লতিফ , আসা হোমকেয়ারের সিইও আকাশ রহমান, আসা হোমকেয়ারের চেয়ারম্যান এশা রহমান, সো টাইমস্ মিউজিকের সিইও আলমগীর খান আলম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব, প্রেসক্লাবের সভাপতি রাশেদ আহমেদ, এটিএন বাংলা সাংবাদিক কানু দত্ত, এ টিভির সৌরভ ইমাম, ফটোগ্রাফার নিহার সিদ্দিকী, সাংবাদিক সেলিম, ABCH এর এডমিন তরিকুল ইসলাম মিঠু অংশগ্রহণ করেন। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রাজীব, আফতাব জনি, খন্দকার সোহাগ, কানিজ ফারজানা , লায়লা হক রাবু এবং তানভীর হাসান এছাড়া নৃত্য পরিবেশন করে ইনায়া যায়না। পরিশেষে এডমিন জামিল সারোয়ার জনি তার বক্তব্যের মাধ্যমে বৈশাখ -১৪৩১ এর পরিসমাপ্তি ঘোষণা করেন।