NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমকে শোকজ


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৪:২৩ পিএম

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমকে শোকজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমকে শোকজ করা হয়েছে। টানা ১৪ দিন হাসপাতালে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়। হাপাতাল কর্তৃপক্ষ বলছে, টানা অনুপস্থিত থাকায় প্রথমে তাকে কর্মচারীদের মাধ্যমে শোকজ নোটিশ পাঠানো হয়। তবে তিনি সেটি রিসিভ করেননি। পরে তাকে মেইলে নোটিশ পাঠানো হয়। তিনি সেটিও কোনো জবাব দেননি।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ মে থেকে হাসপাতালে আসেন না আরএমও আশরাফুল আলম। যদিও কোনো ছুটি নেননি। তার সঙ্গে প্রতিদিন যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আশরাফুল আলমকে কারণ দর্শানের নোটিশ দিয়েও কোনো জবাব পায়নি তারা।আরএমও হাসপাতালে এসে গোপনে হাজিরা খাতায় সই করতে পারেন বলে কথিত রয়েছে।

তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ হেফাজতে এ খাতা রাখা হয়েছে এদিকে দীর্ঘদিন আরএমও আশরাফুল আলম অনুপস্থিত থাকায় আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজনকে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব দেওয়া হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ বলেন, গত ২ মে থেকে হাসপাতালে আসছেন না আরএমও। আমরা যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এ কারণে তাকে গত ১২ মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, তবে তিনি সেটি রিসিভ করেননি। হাসপাতাল পরিচালনার স্বার্থে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে সুজনকে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন সাজ্জাৎ হোসেন বলেন, এমন সমস্যা হলে সেখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি না পারলে আমাকে লিখিতভাবে জানাবেন। তখন আমি ব্যবস্থা নেব।