NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo
সাকিবের লজ্জা থাকলে অবসর নেওয়া উচিৎ: বীরেন্দর শেবাগ

বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ার্স কল: আইসিসির নিয়ম বদলানো দরকার বলছেন সাবেক তারকারা


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:৫০ এএম

বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ার্স কল: আইসিসির নিয়ম বদলানো দরকার বলছেন সাবেক তারকারা

 আম্পায়ার্স কল নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন ক্রিকেটের সাবেক দুই তারকা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন ও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার সমালোচনা করেছেন আইসিসির নিয়ম নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের একটি বাউন্ডারি ডেড বলের কারণে বাদ পড়ে। ওই বলে আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছিলেন মাহমুদউল্লাহকে। কিন্তু শেষে পরিবর্তন হয় সিদ্ধান্ত।  স্কাই স্পোর্টসের ধারাভাষ্যের কাজে থাকা নাসের হুসেইন বলছিলেন, ‘এই আইনটার সংস্কার হওয়া উচিত। বল বাউন্ডারি লাইন পেরিয়ে গেল আর আপনি ৪ রান দিবেন না।

এটা কেন?’  ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘ফুটবলে যদি অফসাইড হয় আর বক্সে খেলা চলমান থাকে, তখন অপেক্ষা করেন রেফারি। বল গোল না হলে আর খেলা বন্ধ করা হয় না। তাহলে ক্রিকেটে কেন তাড়াহুড়ো করতে হবে আপনাকে। আঙুল তুললে কেন সব বন্ধ হয়ে যাবে। বল যদি বাউন্ডারিতে যায় তাহলে বাউন্ডারি দিন। এমন আইন থাকলে বাংলাদেশ আজ ৪ রানে হারত না।’  মাঞ্জরেকার আরো বলেন, ‘আমাদের এই আলোচনার ভিডিও আইসিসির কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার নিয়ে সমালোচনার পর আইন বদলেছে আইসিসি। এই আইনও পাল্টানো হোক।’

সাকিবের লজ্জা থাকলে অবসর নেওয়া উচিৎ: বীরেন্দর শেবাগ  ব্যাটে বলে দলকে কোনো সাপোর্ট না দিতে পারা সাকিব আল হাসানের অবসর নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বীরেন্দর শেবাগ। সাকিব সম্পর্কে তিনি বলেন, ‘ওর নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’ ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবের হতশ্রী পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আউট হয়েছেন মাত্র ৩ রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও দলকে বিপদে ফেলে ৮ রান করে আউট হয়ে গেছেন টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার। সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০২২ সালে, গত ১৯ ম্যাচে নেই কোনো ফিফটি। এমন বিবর্ণ পারফরম্যান্সে অচেনা সাকিবকে নিজ থেকে অবসর নিতে বলেছেন শেবাগ।  

বীরেন্দর শেবাগ বলেন, ‘গত বিশ্বকাপেই আমার মনে হয়েছে ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। আপনি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলেন, আপনার পরিসংখ্যানের অবস্থা এমন, আপনার নিজেরই তো লজ্জা পাওয়া উচিত।’  শেবাগ অভিজ্ঞদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘যদি অভিজ্ঞদের দিয়ে আপনি জয় না পান, তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন। অন্তত তাতে ওদের অভিজ্ঞতা তো হবে। এরা তো তা থেকে কিছু শিখবে, সামনে অবদান রাখতে পারবে। সাকিব তো কিছুই করতে পারছে না।     আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত।’ সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ব্যাটিং পারফরম্যান্স ছিল খুবই বাজে। ২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে রান করেছিলেন ১৩১। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে করেছেন মাত্র ৪৪। আর এবারের বিশ্বকাপটা শুরু করেছেন বিবর্ণভাবে। দুই ম্যাচ খেলে করেছেন ১১ রান, মোট ৪ ওভার বল করে থেকেছেন উইকেটশূন্য।