NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২৪, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪ জাহিদ মিন্টুকে নিয়ে নতুন হিসাব-নিকাশ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১১:৫২ পিএম

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪ জাহিদ মিন্টুকে নিয়ে নতুন হিসাব-নিকাশ

 নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন ঘিরে নানা সমীকরণ চলছে কমিউনিটিতে। বিশেষ করে প্যানেল গঠন নিয়ে আঞ্চলিকতার শক্তির প্রভাব-প্রতিপত্তি বিচার- বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি চলচে চলছে সদস্য নবায়ন প্রক্রিয়া। এদিকে সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু প্রতিদ্ব›িদ্বতা করছেন বলে জানা গেছে। আগামী অক্টোবরে হবে এই নির্বাচন। যদিও নির্বাচনের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি। তারপরও সোসাইটির নির্বাচন ঘিরে কমিউনিটিতে চলতে নানা আলোচনা আর জল্পনা-কল্পনা সমীকরণ।

জনসংযোগ চলছে সম্ভাব্য প্রার্থীদের। নতুন সমীকরণে বৃহত্তর সিলেট, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা প্রভৃতি আঞ্চলিকতার প্রভাব-প্রতিপত্তি বিবেচনা করা হচ্ছে। আবার সিলেটী আঞ্চলিকতায় প্রবাসী বিয়ানীবাজারবাসীর অবস্থানও আলোচনায় উঠে এসেছে। খবর ইউএনএ’র। জানা গেছে, আসন্ন নির্বাচনে দুটি প্যানেল হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। সভাপতি পদে সোসাইটির বর্তমান সভাপতি ও বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ নওশেদ হোসেন এবং ক্রীড়া ও অ্যাপায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব ছাড়াও তরুণ রিয়েল এষ্টেট ব্যবসায়ী নাঈম টুটুল লড়তে পারেন বলে জানা গেলেও নতুন করে জাহিদ মিন্টুর নাম উঠে এসেছে। জাহিদ মিন্টু কমিউনিটির পরিচিত মুখ এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক।  সংশ্লিস্টরা বলছেন- ‘সেলিম-মোহাম্মদ আলী’ অথবা ‘রব-নওশেদ’, অথবা ‘রব-মাহবুব’ অথবা ‘রব-টুটুল’ প্যানেল হতে পারে। সভাপতি পদে আব্দুর রব মিয়া পুনরায় প্রতিদ্ব›িদ্বতা না করলে সে ক্ষেত্রে নির্বাচনী বৈতরণী পার হতে সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও জাহিদ মিন্টু-কে নিয়ে ‘রুহুল-মিন্টু’ প্যানেল হতে পাপরছে।উল্লেখ্য, রুহুল আমীন সিদ্দিকী পর পর দু’বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক তিনি আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করতে পারছেন না। সোসাইটির আসন্ন নির্বাচন প্রসঙ্গে জাহিদ মিন্টু’র সাথে যোগাযোগ করা হলে তিনি ইউএনএ প্রতিনিধিকে বলেন, কমিউনিটির জন্য কাজ করছি। তবে জানিনা সোসাইটির নির্বাচনে প্রার্থী হবো কিনা। কেবল নির্বাচনী কর্মকান্ড শুরু হয়েছে। তবে আমার শুভাকাঙ্খীরা চাচ্ছেন আমি বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করি। তিনি বলেন, দেখি সময় কি বলে। এদিকে সোসাইটির নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্ব›িদ্বতাকারীরা সদস্য নবায়ন অর্থাৎ ভোটার সংগ্রহ অভিযানে নেমে পড়েছেন। সদস্য নবায়ন ফর্ম হাতে নিয়ে ঘুরছেন দ্বারে দ্বারে, এলাকায় এলাকায়।প্রতিটি ফর্ম জনপ্রতি ২০ ডলার। আজীবন সদস্য ফি স্বামী-স্ত্রী ৫০০ ডলার। নগদ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা যাবে। গত নির্বাচনে ভোটার ছিলেন ২৭ হাজার ৫৫০জন। উল্লেখ্য, ইতিমধ্যেই সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনিকে পুনরায় প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।