NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন ও নিউজিল্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কিউইফ্রুট শিল্পকে উন্নত করেছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১১:০২ এএম

চীন ও নিউজিল্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কিউইফ্রুট শিল্পকে উন্নত করেছে


চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ১৫ জুন অকল্যান্ডে চীন-নিউজিল্যান্ড কিউই ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ পরীক্ষাগার পরিদর্শন করেছেন।
এই পরীক্ষাগারটি চীনের সিছুয়ান প্রদেশের প্রাকৃতিক সম্পদ গবেষণা একাডেমি ও নিউজিল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল অ্যান্ড ফুড রিসার্চ ইন্সটিটিউট যৌথভাবে প্রতিষ্ঠা করেছে। এটি দু’দেশের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সহযোগিতার সফল উদাহরণ।

পরীক্ষাগারে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যোগ্য ব্যক্তির যোগাযোগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছে, প্রতি বছর দু’দেশের যোগ্য ব্যক্তির ২০ বারেরও বেশি যোগাযোগ হয়। এই পরীক্ষাগার এখন বিশ্বের বৃহত্তম রেড মিট কিউই জার্মপ্লাজম ব্যাংক হয়েছে।

লি ছিয়াং বলেন, চীন ও নিউজিল্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কিউইফ্রুট শিল্পকে উন্নত করেছে, দু’দেশের শিল্পের আরো উন্নয়নে সমর্থন দিয়েছে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ দেশগুলোতে কিউই শিল্পের  উন্নয়নে চালিকাশক্তি যুগিয়েছে। 

তিনি আশা করেন, দু’দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে এবং দু’দেশ ও বিশ্বের উন্নয়নে অবদান রাখবে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।