NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন বিভিন্ন দেশের সঙ্গে একটি সুন্দর ও সম্প্রীতিময় পৃথিবী গড়তে ইচ্ছুক: প্রেসিডেন্ট সি


তুহিনা: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:২৬ এএম

চীন বিভিন্ন দেশের সঙ্গে একটি সুন্দর ও সম্প্রীতিময় পৃথিবী গড়তে ইচ্ছুক: প্রেসিডেন্ট সি

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০ আগস্ট বিকেল বেইজিংয়ের মহাগণভবনে চীনা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে যোগদানের ৪০তম বার্ষিকী এবং ষষ্ঠ উন্নয়নশীল দেশের সংসদ সদস্যদের সেমিনার উপলক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সি চিন পিং চীনে স্মারক অনুষ্ঠান ও সেনিমারে অংশগ্রহণ করা বিদেশি প্রতিনিধিদের উষ্ণ স্বাগত জানান। 


তিনি বলেন, সবাই বিভিন্ন মহাদেশ থেকে এসেছেন, তবে আমরা সব ‘গ্লোবাল সাউথের’ সদস্য। ভিন্ন ভিন্ন দেশের অবস্থা ভিন্ন হলেও আমাদের অভিন্ন লক্ষ্য আছে এবং আমরা একে অপরের ভালো বন্ধু। সব প্রতিনিধির আগমন উন্নয়নশীল দেশগুলোর দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের দৃঢ় ইচ্ছা প্রতিফলিত হয়। ‘কী ধরনের পৃথিবী গড়ে তোলা এবং কীভাবে পৃথিবী গড়ে তোলা’ এই সমস্যা সমাধানের জন্য চীন মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ— এই উদ্যোগ উত্থাপন করেছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে একটি সুন্দর ও সম্প্রীতিময় পৃথিবী গড়তে ইচ্ছুক।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।