NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিআরআই’র আওতায় সরাসরি বিনিয়োগ ৩ শত ৩০ বিলিয়ন মার্কিন ডলার


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৩:০৪ পিএম

বিআরআই’র আওতায় সরাসরি বিনিয়োগ ৩ শত ৩০ বিলিয়ন মার্কিন ডলার

 


২০২৩ সালের শেষ নাগাদ, চীনা কোম্পানিগুলো ‘এক অঞ্চল, এক পথ উদ্যোগে’র (বিআরআই) আওতায় সংশ্লিষ্ট দেশগুলোতে যৌথভাবে ১২ হাজার বিদেশী কোম্পানি প্রতিষ্ঠা করেছে এবং সরাসরি বিনিয়োগ ৩৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ খবর জানা গেছে।

এ থেকে বোঝা যায় যে ২০২৩ সালে, যৌথভাবে বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোতে চীনা উদ্যোগগুলোর সরাসরি বিনিয়োগ ৪০.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৩১.৫% বেশি। চীনা উদ্যোগগুলোর প্রত্যক্ষ বিনিয়োগ মূলত উৎপাদন, নির্মাণ, পাইকারি এবং খুচরা, বিদ্যুৎ এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে। ২০২৩ সালের শেষ নাগাদ বিনিয়োগ ৭৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে এবং ৫ লাখ ৩০ হাজার  স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।


চুক্তির প্রকল্পের পরিপ্রেক্ষিতে, ২০২৩ সালে, চীনা কোম্পানিগুলি বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোতে ২২৭.১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে এবং ১৩২.০৫ বিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার সম্পন্ন করেছে, যা মোট সংখ্যার ৮৫.৯% এবং ৮২.১% ছিল। একই সময়কালে, যার ৭০% ছিল অবকাঠামো, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় ল্যান্ডমার্ক প্রকৌশল প্রকল্প এবং এর মাধ্যমের ‘ছোট কিন্তু সুন্দর’ জীবিকা প্রকল্প, কার্যকরভাবে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।