NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

উথলী ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:৫১ এএম

উথলী ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মোহাম্মদ আবদুল্লাহ : চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

চুয়াডাঙ্গর উথলী ডিগ্রি কলেজের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিতর্ক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কের বিষয় ছিল” ইন্টারনেটের ব্যাপক বিস্তার নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ”

পক্ষে–একাদশ শ্রেণী,বিপক্ষে–দ্বাদশ শ্রেণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হান্নান।

অনুষ্ঠানের সভাপতি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মো.আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিও  কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বিপক্ষের বক্তারা নানা যুক্তিতর্ক ও তথ্য উপস্থাপন করে অনুষ্ঠান টি প্রাণবন্ত করে তোলে এবং বিপক্ষ দল জয়লাভ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম।