NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন ও আফ্রিকার একযোগে অগ্রগতি হবে, যা বিশ্বের জন্য সমৃদ্ধি আনবে:নামিবিয়ার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০২:৫৬ পিএম

চীন ও আফ্রিকার একযোগে অগ্রগতি হবে, যা বিশ্বের জন্য সমৃদ্ধি আনবে:নামিবিয়ার প্রেসিডেন্ট

 

 


সম্প্রতি নামিবিয়ার প্রেসিডেন্ট নানগোলো মুম্বা চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। 

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন চীন-আফ্রিকা সম্পর্ক উন্নত করেছে। এ সম্পর্কে তিনি বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য। তিনি চীনের সবসময়ের সাহায্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। চীনকে নামিবিয়ার মজবুত অংশীদার উল্লেখ করে তিনি দু’দেশের বাস্তব সহযোগিতা আরও উন্নত করার প্রত্যাশা করেন। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে অব্যাহতভাবে নানা খাতে সহযোগিতা চালাব।

সাক্ষাৎকারে তিনি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন প্রসঙ্গে বলেন, এবারের বেইজিং শীর্ষসম্মেলন হচ্ছে সবচেয়ে বড় আকারের একটি শীর্ষসম্মেলন। বর্তমানে, উন্নয়নের কথা উল্লেখ করলে চীন ছাড়া সম্ভব না। চীন ও আফ্রিকার উচিত হাতে হাত রেখে বিশ্বের জন্য শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করা। যাতে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও প্রযুক্তি খাতের উন্নয়নের সুফল ভাগাভাগি করা যায়। প্রকৃত অর্থে তা বাস্তবায়ন করতে পারলে, চীন ও আফ্রিকার একযোগে অগ্রগতি হবে, যা গোটা বিশ্বের জনগণের জন্য প্রকৃত সমৃদ্ধি আনতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্বের উন্নয়ন উদ্যোগ, বিশ্বের নিরাপত্তা উদ্যোগ ও বিশ্বের সভ্যতা উদ্যোগ উত্থাপন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, বহুপক্ষপাদ অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষ মনে করে, শুধু তারা নিজে এবং তাদের দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ, এমনকি শুধু তাদের জনগণের প্রাণই হচ্ছে গুরুত্বপূর্ণ, অন্য মানুষ গুরুত্বপূর্ণ নয়। মানবজাতি মানে সম্পূর্ণ মানবসমাজ। আমাদের উচিত সহযোগিতা করা ও যৌথভাবে এগিয়ে যেতে শেখা। গোটা মানবজাতির অভিন্ন উন্নয়ন ও গোটা বিশ্বের শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের জন্য একযোগে চেষ্টা করা উচিত। 

নামিবিয়ার শাসক দল ও সিপিসি’র ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। যা দু’দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন। এ সম্পর্কে তিনি বলেন, চীন হচ্ছে নামিবিয়ার মজবুত অংশীদার। দু’দেশের বন্ধুত্বের অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে। চীনও সবসময় সহযোগিতা করে এবং দেশের উন্নয়নে সাহায্য করে আসছে। 

সাক্ষাৎকারে তিনি বলেন, চীন ও নামিবিয়া হচ্ছে একযোগে কঠোর সময় কাটানো ও সমস্যা সমাধানকারী ভাই। চীন-আফ্রিকা সহযোগিতা হচ্ছে আন্তরিক সহযোগিতার একটি মডেল। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতার উদ্যোগের প্রতি তিনি উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন এ সব চীনা প্রস্তাব একটি ন্যায্য ও বহুপাক্ষিক জয়ের আন্তর্জাতিক শৃঙ্খলা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।