NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির তৃতীয় শাখার উদ্বোধন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১০:৫২ পিএম

পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির তৃতীয় শাখার উদ্বোধন


নিউইয়র্ক: নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের
ক্যাসেল হিলে পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি’র তৃতীয় শাখার
উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া’র
মাধ্যমে অফিসের উদ্বোধন করে মসজিদ বিলালের মাওলানা মুঈনুল
ইসলাম। এক সময় বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল
কাসেম ইয়াহিয়া সহ কমিউনিটির বিভিন্ন মসজিদের ইমাম সহ বহু
গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ব্রোকার শরীফুল ইসলাম বলেন, গত ২৫ বছর যাবত আমরা
রিয়েল এস্টেট সেক্টরে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মানুষের
সেবা দিয়ে আসছি। পার্কচেস্টার কনডোমিনিয়াম কমপ্লেক্সে
আমাদের দু’টি অফিস রয়েছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার
পরিপ্রেক্ষীতে এবং অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে ২১২২ বি ক্যাসেল হিল
এভিনিউ ঠিকানা’য় আমরা আমাদের তৃতীয় শাখার উদ্ধোধন করেছি।
আশা করি আগামীতে আমাদের গ্রাহকদের আরো অধিকতর সেবা দিতে
পারবো।
প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী সালেহ উদ্দিন জানান, এতদিন
আমাদের বেশীর কর্মকান্ড কনডোমিনিয়াম বিক্রির মধ্যে সীমাবদ্ধ
থাকলেও এখন আমরা আরো বেশী করে প্রাইভেট হাউজ কেনা বেচার
সিদ্ধান্ত নিয়েছি। অনেক নুতন নুতন এজেন্ট আমাদের এখানে যোগ
দিয়েছেন। এজন্য আমাদের নতুন অফিসের প্রয়োজনীয়তা দেখা দেয়ায়
ক্যাসেল হিল সাবওয়ে সংলগ্ন এই অফিস আমরা উদ্বোধন করেছি।
প্রতিষ্ঠানে কর্মরত রিয়েল এস্টেট এজেন্ট এমাদ আহমেদ সানি বলেন,
আমাদের এখানে রিয়েল এস্টেট সেবা ছাড়াও প্রপার্টি ম্যানেজমেন্ট,
হোম এন্ড টারমাইট ইন্সপেকশন, নোটারী পাবলিক, এপ্রাইজাল,
মর্টগেজ, একাউন্টিং এবং ট্যাক্স সার্ভিস, ল্যান্ডলর্ড এন্ড ট্যানেন্ট
ইস্যু, টাইটেল ইস্যু, ফরক্লোজার, শর্ট এন্ড এস্টেট সেল সহ অন্যান্য
সার্ভিস রয়েছে তিনি প্রবাসী বাংলাদেশীদের এই সেবা গ্রহনের
আহবান জানান।
উল্লেখ্য, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি-তে রবার্ট ক্যাস্টালিও, হাবিব
রহমান, জন পালমা, মোহাম্মদ মুন্সী সহ আরো অনেক সেলস পার্সন
প্রবাসীদের সেবা দেয়ার জন্য কর্মরত রয়েছেন।