NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:৪১ পিএম

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৭০ বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে জাতীয় প্রেস ক্লাব। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ আজ ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালে এই প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। ক্রমেই এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।  প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে জাতীয় প্রেস ক্লাবে।  তবে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালায় আরো রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র‌্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো প্রেস ক্লাব এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।  প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।