NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাফজয়ী ঋতুপর্ণাদের পেতে চায় ইউরোপের ক্লাব


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৬:১৭ এএম

সাফজয়ী ঋতুপর্ণাদের পেতে চায় ইউরোপের ক্লাব

সাফ নারী চ্যাম্পিয়নশিপের পুরো আসরেই দারুণ ফুটবল খেলেছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালে তার গোলেই শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। টুর্নামেন্টে সেরা হয়েছেন এই তারকা। সাফ জেতানো এই নারী ফুটবলারকে সামনের মৌসুমে পেতে চাইছে দেশের বাইরের দু’টি ক্লাব। সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দু’টি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন এই ফুটবলার। এই প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।’ এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফজয়ী কন্যা।তিনি বলেন, ‘এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাবো। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।’ এদিকে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন ও সাবিনা খাতুনকে নিতে আগ্রহী নর্থ মেসেডোনিয়ার ক্লাব টিভেরিজা ব্রেরা। দেশটির নারী ফুটবলের শীর্ষ লীগে খেলছে ক্লাবটি। ৯ ম্যাচ শেষে লীগ টেবিলের শীর্ষে আছে টিভেরিজা ব্রেরা। ৮ জয় এবং ১ ড্র থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করা ক্লাবটি বর্তমানে একজন বিদেশি ফুটবলার নিয়ে খেলছে। প্রতিদ্বন্দ্বী দলগুলো একাধিক বিদেশি ফুটবলার নিয়ে খেলছে।বিদেশি কোটায় দ্রুতই বাংলাদেশের চার ফুটবলারকে উড়িয়ে নিতে চান ক্লাবটির কর্মকর্তারা। চার ফুটবলারকে নিতে সাফজয়ী নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করছেন নর্থ মেসেডোনিয়ার ক্লাবটির কর্মকর্তারা। বাংলাদেশি চার ফুটবলারের প্রতি দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটির ক্লাবের আগ্রহের বিষয়ে মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে। তারা বেশ আগ্রহী। আমরাও চাচ্ছি মেয়েরা বিদেশি ক্লাবে গিয়ে খেলুক, যা বাংলাদেশের ফুটবল বিকাশে ভূমিকা রাখতে পারে।কিন্তু এ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।’ উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লীগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন। এ ছাড়া সদ্য সমাপ্ত নারী সাফজয়ী দলের মিডফিল্ডার মাতসুশিমা সুমাইয়াও সাবিনার সঙ্গে মালদ্বীপের লীগে খেলে এসেছেন। সম্প্রতি মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা ভুটানের রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ খেলেছেন।