NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

টিবিএন২৪’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এএফ  মিসবাউজ্জামানের পদোন্নতি


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:৩১ পিএম

টিবিএন২৪’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এএফ  মিসবাউজ্জামানের পদোন্নতি

 নিউইয়র্ক (ইউএনএ): কমিউনিটির পরিচিত মুখ নিউইয়র্কের টিবিএন২৪ চ্যানেলের মার্কেটিং ম্যানেজার এএফ মিসবাউজ্জামান কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেছেন। কর্তৃপক্ষ তার কর্মগুণে টিবিএন২৪ চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি দিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং টিবিএন২৪ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বিশিষ্ট সংগঠক ও টিভি ব্যক্তিত্ব এএফ মিসবাউজ্জামান দীর্ঘ ৮/৯ বছর ধরে টিবিএন২৪ চ্যানেলের মার্কেটিং ম্যানেজার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বার্তা সংস্থা ইউএনএ’র সাথে আলাপকালে এএফ মিসবাউজ্জামান বলেন, নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং মিডিয়ার সংখ্যাও বাড়ছে। উদীয়মান কমিউনিটির সেবার সাধ্যমতো কাজ করার পাশাপাশি যথাযথভাবে দায়িত্বপালন করেই তিনি এগিয়ে যেতে চান। তিনি তার কর্মক্ষেত্রে আরো সফলতার জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন।