NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়া জেলার,সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদেরকে পুরষ্কার বিতরণ


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১১:০৫ এএম

বগুড়া জেলার,সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদেরকে পুরষ্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার সান্তহার পৌরসভার আয়োজনে নভেম্বর মাসে জম্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১১ ডিসেম্বর বুধবার )বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জম্ম নিবন্ধনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়ার জেলার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ। 

 এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেযারম্যান আব্দুল মহিত তালুকদার,সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌরসভার দায়ীত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগে ডাক্তার মোহসীন আলম প্রমুখ।