NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও উপদেষ্টা ছদরুন  নূর বাসায় ফিরেছেন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:৩১ এএম

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও উপদেষ্টা ছদরুন  নূর বাসায় ফিরেছেন

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান ও অন্যতম উপদেষ্টা ছদরুন নূর অসুস্থ হয়ে নিউইয়র্কের পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছেন এবং উভয়ের জন্য যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেছেন। তারা উভয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাসায় ফিরেন বলে জানিয়েছেন। খবর ইউএনএ’র। বদরুল হোসেন খান জানান, গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে বুকে অনুভব করেন এবং তার ঠোঁট ফুলে যায়। তিনি প্রথমে মনে করেন এলার্জীর কারণে হয়তো ঠোঁট ফুলে গেছে আর বুকের ব্যাথা অন্য কোন ব্যাথা হবে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু শুক্রবার দিন জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পর শারীরিক কোন উন্নতি না হওয়ায় ধারণা করা হয় তিনি মাইনর স্ট্রোকের শিকার হয়েছেন। পরে ঐ দিনই তাকে কুইন্সের কিউ গার্ডেনের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষায় তার বড় কোন সমস্যা ধরা না পড়ায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরেছেন।

অপরদিকে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছদরুন নূর গত ২৯ নভেম্বর শুক্রবার জ্যামাইকায় তার নিজ বাসয় হার্টের ব্যাথা অনুভব করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস হাসপাতালে (এলআইজি) ভর্তি করা হয়। হাসপাতালে সোমবার (৯ ডিসেম্বর) তার দেহে পেসমেকার স্থাপন করা হয়। বর্তমানে তিনি ভালো অনুভব করছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরেন বলে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান।