NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে কাস্টমস ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:২৯ এএম

চীনে কাস্টমস ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছে

 

 

 

২৯শে ডিসেম্বর জাতীয় ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন গত রোববার  এক পূর্বাভাস জারি করেছে যে, সারা দেশের বন্দরগুলি নববর্ষের ছুটিতে অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী প্রবাহের শীর্ষে থাকবে। যেখানে দৈনিক অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী গড়ে ২.০৫ মিলিয়ন হয়েছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৮% বেশি। তবে আগামী ৩১ ডিসেম্বর এবং ২০২৫ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় পিক সময় হবে বলে ধারণা করা হচ্ছে।

বিদেশিদের জন্য ভিসা-মুক্ত ট্রানজিট এবং ভিসা-মুক্ত প্রবেশের মতো সুবিধাজনক নীতির ক্রমাগত অপ্টিমাইজেশনের কারণে হংকং ও ম্যাকাও ভ্রমণকারী মূল ভূখণ্ডের বাসিন্দাদের জন্য ‘এক ভিসা, একাধিক ট্রিপ’ এবং ‘প্রতি সপ্তাহে একটি ট্রিপ’ রয়েছে। বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও বহির্মুখী যাত্রী প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। নববর্ষের ছুটির সময়, বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর, শাংহাই পুতং বিমানবন্দর, কুয়াংচৌ বাইয়ুন বিমানবন্দর এবং ছেংতু তিয়ানফু বিমানবন্দরে প্রতিদিন গড় কাস্টমস ক্লিয়ারেন্স কর্মীদের যথাক্রমে ৪১ হাজার, ৯৪ হাজার, ৪৩ হাজার এবং ১৬ হাজার হবে বলে আশা করা হচ্ছে। 

জাতীয় ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে, নববর্ষের ছুটিতে বন্দরগুলিতে কাস্টমস ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। যাতে প্রবেশ ও প্রস্থানে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য চীনা নাগরিকদের সারি ৩০ মিনিটের বেশি না হয়। তারা শুল্ককাজ সম্পন্ন করতে যাত্রীদের সুবিধার জন্য এবং নিরাপদ, দক্ষ ও মসৃণ বন্দর কাস্টমস ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাও নেবে। 

সূত্র:স্বর্ণা-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।