NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের  মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ ও শহীদ জিয়ার মাজার জিয়ারত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের  মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ ও শহীদ জিয়ার মাজার জিয়ারত

নিউইয়র্ক (ইউএনএ): ঢাকা সফররত যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা- কর্মীরা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়াও তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে বিশেষ মুনাজাত করেছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১ টায় গুলশানস্থ বিএনপি কার্যালয়ে দলের শীর্ষ স্থানীয় দুই নেতার সাথে তারা সাক্ষাৎ এবং বেলা ২টার দিকে শহীদ জিয়ার মাজার জিয়ারত করেন বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উল্লেখিত কর্মসূচীতে অংশ নেন। খবর ইউএনএ’র। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের সময় প্রবাসী নেতৃবৃন্দ উভয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার দলীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। এসময় বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরীও উপস্থিত ছিলেন। পরে প্রবাসী নেতৃবৃন্দ সেখান থেকে বেলা ২ টার দিকে শহীদ জিয়ার মাজারে গিয়ে খোনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উপস্থিত ছিলেন এবং দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উল্লেখিত কর্মসূচীতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক সভাপতি শরীফ লস্কর, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদায়) ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন প্রমুখ।  এছাড়াও ছাড়াও ছাত্রনেতা হাবীব ও পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন প্রধানের নেতৃত্বে ঢাকার ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জিয়ার মাজার জিয়ারত কর্মসূচীতে অংশ নেন।