NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:৩৮ পিএম

বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 (৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ) সকাল ১০ টা মুরইল ইউনিয়নে বাকরা বেলঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। একই ইউনিয়নের বাকরা বেলঘরিয়া গ্রামে পল্লী সঞ্চয় ব্যাংক কাহালু শাখার আয়োজনে। পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠান।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব। প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ সময় তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগী বিভিন্ন জনের নিকট থেকে সুবিধা ও অসুবিধার কথা শোনেন।  সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এরপর গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করেন।  

এরপর কাহালু থানা পরিদর্শন করেন কাহালু অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান থানার চৌকস পুলিশ বাহিনীদের নিয়ে গার্ড অব অনার এর মাধ্যমে অভ্যার্থনা প্রদান করেন জেলা প্রশাসককে এবং জেলা প্রশাসক তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, নিদের্শনা ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।  এভাবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, নিদের্শনা ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কাহালু সদর ইউনিয়ন ভুমি অফিস। কাহালু উপজেলা প্রশাসন চত্তরে আগমনে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীবসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ জেলা প্রশাসক হোসনা আফরোজা কে অভ্যর্থনা প্রদান করেন। এবং উপজেলা প্রশাসন সভা কক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেন। কাহালু বিয়াম ল্যাবরটরি স্কুল পরিদর্শন করেন এ সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এরপর মুরইল ইউনিয়ন ভাগদূবরা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।