NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বইমেলা ২০২৫ এ পাওয়া যাচ্ছে শিব্বীর আহমেদ’র ৮টি বই


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৫:২০ এএম

বইমেলা ২০২৫ এ পাওয়া যাচ্ছে শিব্বীর আহমেদ’র ৮টি বই

কথাসাহিত্যিক সাংবাদিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর নতুন বই রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’ এখন পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইমেলায় অনন্যা প্যাভিলিয়ান ২৭ এ বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ঋষি ধ্রুব এষ। ১২৮ পৃষ্ঠার সুপারন্যাচারাল, ক্রাইম, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরা থ্রিলার বইটির বিক্রয় মূল্য ৩শত টাকা। এটি লেখকের ৩৯তম বই।  এছাড়াও লেখকের প্রকাশিত শিশুদের শিক্ষণীয় গল্পের বই `ধামী করবে বিয়ে', 'ভয়ানক ধামী', স্পিরিচুয়াল থ্রিলার 'হিরো সমগ্র', মুক্তিযুদ্ধের উপন্যাস `একাত্তরের যোদ্ধা', এবং কবিতার বই `রূপালী জোছনার জল' পাওয়া যাচ্ছে অনন্যা ২৭ প্যাভিলিয়নে।  এছাড়াও লেখকের সম্পূর্ণ প্রেমের উপন্যাস `বালিকার বুকের ঘ্রাণ' পাওয়া যাচ্ছে সময় প্যাভিলিয়ন ২১ এবং নালন্দা প্যাভিলিয়ান ৩৩ এ পাওয়া যাচ্ছে সাইকো থ্রিলার `সাইকো সিরাজ'।  শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান স্বাক্ষরকারী মরহুম আলহাজ জালাল আহমেদ’র সন্তান। তিনি ম্যানেজম্যান্টে মাস্টার অব কমার্স (এমকম) এবং সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।  সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য তিনি ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি একজন সু-লেখক, সাংবাদিক, সংবাদ বিশ্লেষেক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক হিসাবে দেশে-বিদেশে সুপরিচিত।