বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ
Abdur Razzak
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ১১:৩৮ এএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বগুড়ায় ‘কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব: ফসল-গবাদি পশু-মাছ উৎপাদনে আমাদের করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ুর পরিবর্তনের ফলে ফসল, গবাদি পশু ও মাছ উৎপাদনে বিরূপ প্রভাব পরিলতি হওয়ায় তা মোকাবেলায় কৃষিখাতে অনেক পরিবর্তন সাধিত হচ্ছে। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সঠিক ও দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বগুড়ার শিবগঞ্জে মসলা গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিএ প্রকল্পের ডেপুটি কোঅর্ডিনেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহায়তায় কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরী এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান, এমসিসিএ প্রকল্পের কোঅর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আতিকুর রহমান।
অনুষ্ঠানে বগুড়ার ৫০ জন কৃষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীগণ, সম্প্রসারণকর্মী এবং উপস্থিত ছিলেন