NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে গিয়াস আহমেদ ও আবদুল লতিফ সম্রাট ঢাকায়


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:৫০ পিএম

বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে গিয়াস আহমেদ ও আবদুল লতিফ সম্রাট ঢাকায়

 বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে গিয়াস-সম্রাট দেশে গিয়াস আহমেদ ও আব্দুল লতিফ সম্রাট  ।  দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর  ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, ১৯৯০ সালের পর প্রথমবার এই সভা হচ্ছে। এতে দলের জাতীয় কাউন্সিলে যারা উপস্থিত থাকেন, তাদের প্রায় সবাইকে আমন্ত্রণ জানানো হবে। বহির্বিশ্বে বিএনপির যেসব নেতা জাতীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন, তাদেরও বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের প্রতি সম্মান জানিয়ে নিউইয়র্ক থেকে দেশে গেলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট, বর্তমানে বাংলাদেশে অবস্থারত জিল্লুর রহমান জিল্লুও সভায় যোগ দেবেন।  

জাতীয় নির্বাচন সামনে রেখে দলের কর্মপরিকল্পনা বিষয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য ও মতামত জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সভা থেকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তও আসতে পারে বলে ধারণা করছেন অনেকে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মিডিয়াকে বলেন, সাধারণত দেশে বড় ধরনের পরিবর্তন, গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব সংঘটিত হওয়ার পর এ ধরনের সভা ডাকা হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বৈঠকের তাৎপর্য রয়েছে বলে মনে করেন তিনি। টুকু জানান, ১৯৯০ সালের পর প্রথমবারের মতো এই বৈঠক হচ্ছে। একে একধরনের মূল্যায়ন সভাও বলা যেতে পারে।