NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছড়াটে-র মোড়ক উন্মোচন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:০৭ পিএম

ছড়াটে-র মোড়ক উন্মোচন

ছড়াটে শিরোনামে প্রতিবছরের মতো এবারো একুশের বইমেলায় একটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ছড়ার কারিগরদের সৃষ্টির যাদু প্রদর্শিত হয়। এবারে মুদ্রিত প্রতিটি ছড়া চার পংক্তির, ছোট কিন্তু তার শক্তি অপরিমেয়। চারটি পংক্তি দিয়ে তাঁরা ছুঁয়েছেন জগতের দশ দিগন্ত।     গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রামে একুশের বইমেলায় প্রকাশনা সংস্থা খড়িমাটি, ছড়াটে-র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। কবি মনিরুল মনিরের সঞ্চালনায় বরেণ্য কবি, লেখক ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ছড়াটে-২০২৫ সংখ্যার মোড়ক উম্মোচিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাংবাদিক রাশেদ রউফ, কবি-ছড়াশিল্পী- সাংবাদিক ওমর কায়সার, কবি-কথাসাহিত্যিক-সম্পাদক নাহিদা আশরাফী, কবি মনির আহমদ, কথাসাহিত্যিক নাসের রহমান, লেখক-শিক্ষাবিদ ড. শামসুদ্দীন শিশির, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, ছড়াশিল্পী কেশব জিপসী, ছড়াশিল্পী অপু চৌধুরী, ছড়াশিল্পী নান্টু বড়ুয়া, কথাসাহিত্যিক রায়হানা হাসিব, সংগঠক শাহরিয়ার পারভেজ প্রমুখ ।

বক্তারা ছড়াটে-র সম্পাদক শামস চৌধুরী রুশোকে অভিনন্দন জানান এবং বলেন, বিদেশের মাটিতে বসে তিনি ছড়ার জন্য যে কাজ করে যাচ্ছেন, তা এককথায় প্রশংসনীয়, সকলে ছড়াটে-র সর্বাঙ্গীন সাফল‍্য কামনা করেন।     উল্লেখ্য, ছড়াটে নিউইয়র্ক ষ্ট্রেটের অনুমোদিত একটি সংগঠন। দীর্ঘদিন ধরে এটি ছড়া ও ছড়াকারদের নিয়ে কাজ করে যাচ্ছে। বিশ্বব‍্যাপী এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে  ছড়াটে এখন ছড়াকারদের আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে বিবেচিত।     “ছড়াটে-২০২৫” ছড়াগ্রন্থটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলার খড়িমাটি স্টলে পাওয়া যাচ্ছে । এছাড়াও রকমারি ডট কম থেকে অনলাইনে অর্ডার করা যাবে।