NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সেখানে বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ--জাকারিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:২৯ এএম

সেখানে বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ--জাকারিয়া চৌধুরী
নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ও খুনি চক্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে দলীয় নেতা-কর্মীদেরকে এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণাকালে জাকারিয়া চৌধুরী আরো বলেন নিজেরা নিজেরা কামড়া কামড়ি না করে বিএনপি-জামায়াত ও দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করুন। দলীয় কোন্দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রুপ না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া বলেন নেত্রীর প্রতিটি কর্মসূচিতে আমরা নেত্রীর ভ্যানগার্ড হিসেবে থাকবো।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সমাবেশ করেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু সুব্রত তালুকদারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযাদ্ধা লাভলু আনসার, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা রেজাউল বারী বকুল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, মোরশেদ খান বদরুল, আব্দুল মতিন পারভেজ, হাজী জাফরউল্লাহ, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহমেদ, কুইন্স আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল জলিল মাস্টার, ইলিয়াস খান সাবেক চেয়ারম্যান রহমত পুর ইউনিয়ন পরিষদ সন্দ্বীপ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, ওয়ালী হোসেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, নাজিম উদ্দিন লিটন, এটিএম রানা, কুইন্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ম্যানহাটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সেক্টর কমান্ডারস ফোরামের মহিলা সম্পাদিকা সবিতা দাস প্রমুখ। জাতিসংঘের চলতি ৭৭তম অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায়। জাতিসংঘের কর্মসূচি শেষে তিনি ওয়াশিংটন ডি.সিতে যাবেন এবং পহেলা অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা রয়েছে তার।