NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৯:২৮ পিএম

চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে

 

 


চলতি বছরের প্রথম দুই মাসে, চীনের শিল্প ও পরিষেবা দ্রুত বৃদ্ধি পেয়েছে, ভোক্তা ও বিনিয়োগের উন্নতি অব্যাহত রয়েছে, কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল, নতুন মানের উৎপাদন শক্তি দ্রুত উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং ভালো দিকে উন্নয়ন হচ্ছে। চীনা জাতীয় পরিসংখ্যা ব্যুরো গত (সোমবার) এ সব তথ্য প্রকাশ করে।


চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনায় ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জাতীয় পরিষেবা শিল্প উৎপাদন সূচক ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় পরিমাণ ৮.৩৭৩১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি। জাতীয় স্থায়ী সম্পদ বিনিয়োগ ছিল ৫.২৬১৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৪.১ শতাংশ বেড়েছে। পণ্য আমদানি ও রপ্তানির মোট মূল্য ৬.৫৩৬৪ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ১.২ শতাংশ কমেছে। জাতীয় গড় নগর জরিপ বেকারত্বের হার ৫.৩ শতাংশ। জানুয়ারি ও ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা মূল্যসূচক আগের বছরের চেয়ে ০.১ শতাংশ কমেছে।


জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র, জাতীয় অর্থনীতির ব্যাপক পরিসংখ্যান বিভাগের পরিচালক ফু লিং হুই বলেন, সামগ্রিকভাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারি সামষ্টিক অর্থনৈতিক নীতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় অর্থনীতির ইতিবাচক উন্নয়ন প্রবণতা দেখায়, উন্নয়নের মানও উন্নত হচ্ছে। তবে বাহ্যিক পরিবেশ আরও জটিল ও তীব্র হয়ে উঠছে, অভ্যন্তরীণ কার্যকর চাহিদা অপর্যাপ্ত, কিছু কোম্পানির উৎপাদন ও পরিচালনা বাধার সম্মুখীন হচ্ছে, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি এখনও অস্থির। পরবর্তী পর্যায়, আরও সক্রিয় সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ করবে, সার্বিকভাবে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করবে, সংস্কার ও উন্মুক্তকরণকে আরও গভীর করবে, অর্থনীতির প্রাণশক্তি উদ্দীপিত করবে এবং অব্যাহত উন্নয়ন প্রচার করবে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।