NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে ভোগ্যপণ্যের ‘নতুনের জন্য পুরানো বিনিময়’ নীতি গ্রহণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৯:৪৩ পিএম

চীনে ভোগ্যপণ্যের ‘নতুনের জন্য পুরানো বিনিময়’ নীতি গ্রহণ

 

 


১৭ ই মার্চ গত সোমবার চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো চলতি বছরের প্রথম দুই মাসে অর্থনৈতিক কর্মক্ষমতা প্রকাশ করেছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভোগের একটি প্রধান সূচক হিসেবে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়  ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অনেক বিদেশি গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে।


ব্লুমবার্গের খবরে বলা হয়, চীনের ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের বৃদ্ধি হার অর্থনীতিবিদদের পূর্ববর্তী প্রত্যাশার চেয়ে বেশি। খবরে ব্যাংক অফ আমেরিকা গ্লোবাল রিসার্চের গ্রেটার চায়নার প্রধান অর্থনীতিবিদ ছিয়াও হংয়ের বিশ্লেষণ উদ্ধৃত করে বলা হয়, এই তথ্য ভালো পরিসরের মধ্যে ছিল।


রয়টার্সের প্রতিবেদনে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একজন সিনিয়র অর্থনীতিবিদ সিয়ু থিয়ান ছেনের বিশ্লেষণ উদ্ধৃত করে বলা হয়, সর্বশেষ তথ্য দেখায় যে, চীনের অর্থনীতি এ বছর ভালো শুরু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের বৃদ্ধি গৃহস্থালি যন্ত্রপাতি ও মোবাইল ফোনের ক্ষেত্রে সরকারি ভর্তুকির গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, আগে প্রকাশিত ‘ভোগ উৎসাহের বিশেষ কর্মপরিকল্পনায়’ নগর ও গ্রামীণ আয় বৃদ্ধি, শিশু যত্ন ভর্তুকি ব্যবস্থা প্রতিষ্ঠা, ভোগ্যপণ্যের ‘নতুনের জন্য পুরানো বিনিময়’ নীতিসহ বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। এই কর্মপরিকল্পনা দুই অধিবেশনে ভোগ উৎসাহের প্রতিশ্রুতির বাস্তবায়ন। 
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।